যারে যা

যারে
যারে যা
হুম নারে যা

চাঁদের আলোয় সূর্যের তেজ
যেমনি যায়না পাওয়া
সূর্য কিরণে তপ্ত বিরহে
চাঁদের সুরভী হয়না

তেমনি পাই এ পৃথিবীটা ঘুরে
বন্ধুর হৃদয়জুড়ে

স্পষ্ট দু’চোখের দৃষ্টির সীমনা
পেছনে রেখেছি ফেলে
এখনতো আমি অন্ধ হয়েছি
তোমারাই বিরহ তরে
যারে যা উড়ে যা পাখি তারে বলে যা
সে যেনো আমারে কখনও ভুলেনা
যারে যা উড়ে পাখি তারে বলে যা
সে যেনো আমারে কখনও ভুলেনারে
যারে যা..

দিগন্তের একই ঠিকানা সেখানে সীমানা
বন্ধুর আমার তেমনি ব্যবধান এমনিতেই অবসান
আজ অবেলায় বলে যা উড়ে যা
উড়ে যা উড়ে যা উড়ে যা

কন্ঠ ও সুর: হাসান