এক চিলতে রোদ দিচ্ছে উঁকি
জানালার ফাঁকে,
এক ফালি আকাশ হাতছানিতে
কেন যে ডাকে।
তবে কি আজ দেখা হবে
তোমার আমার,
তবে কি আজ দিন এসেছে
ভালোবাসার।
কেন যে দূরে হারিয়ে যেতে
ইচ্ছে জাগে,
কেন যে এমন ভালোলাগে
অনুরাগে।
বিবাগী হৃদয় তোমায় খোঁজে
সঙ্গোপনে,
একাকী বসে তোমার কথা
ভাবি মনে।
কত যে কথা জমেছে মনে
এত দিনে,
কেন যে হৃদয় মুখরিত
এই ফাগুনে।
কত কি ছবি এঁকেছি বসে
কল্পনাতে,
দাঁড়িয়ে আছি সাগর পাড়ে
তোমার সাথে।
কন্ঠ: বাপ্পা মজুমদার, তোনি
সুর: সাইদ হাসান টিপু