ঐ দূর নীলে

ঐ দূর নীলে যদি আঁকা যেত
বহুদিনের ওই শূন্যতাকে,
মনের ভুলে যদি ভোলা যেত
বহুদিনের ওই যন্ত্রণাকে।

ঝর্ণারা চলেছে অচিন পথে
নিয়ে যাবে কি কিছু কষ্ট আমার।

ছবি আঁকা রাতের ঘর সেই হৃদয়ে
চেনা কিছু রঙ তুলি কোন আঁড়ালে,
ফেলে আসা পথের ঘুম আজ জেগেছে
পথেরই কবিতা মন ভেঙ্গেছে,
আজ আমি যন্ত্রণা ভুলেছি সেই সুদূরে।

পড়ে থাকা পেছনের গল্প খাতায়
মনে আসা উদাসী সেই ছবি তার,
জমে থাকা ব্যথাটা এখন বলে
বিরহীরা বহুদূর গেছে চলে,
আজ আমি যন্ত্রণা ভুলেছি সেই সুদূরে।

কন্ঠ ও সুর: নাসিম আলী খান