বানান সমস্যা

(এক)
আমি জলৌকার কাছে যাই,
গিয়ে বলি, ‘ঔকার দিয়েছো কেন তুমি?
ঔকার ছাড়াই কিন্তু চমৎকার দেখায় তোমাকে।’

(দুই)
জ্যোৎস্নার খণ্ডটি আজ থাকুক বা না থাকুক
মাসে পাঁচ সাত দিন কিন্তু
খণ্ডৎ’র মতো চাদ থাকবেই আকাশে।

(তিন)
শুধু চাঁদে, একমাত্র চাঁদে
চন্দ্রবিন্দু সুন্দর মানায়।

(চার)
হে গ্রাম্য কবি
তারাপদ বানান আপনি তাড়াপদ লিখেছিলেন,
আপনাকে আমি চিরকাল মনে রাখবো।