গল্পের মতো

কোনো এক বিষণ্ণ সন্ধ্যায়
মেঘ ও জ্যোৎস্নার গল্প হচ্ছিলো,
বলা বাহুল্য, গল্পকার এবং শ্রোতা
এক এবং অভিন্ন।

বলা বাহুল্য এই রকম সব সন্ধ্যায়
মেঘের গল্পই ভালো জমে
জ্যোৎস্নার গল্প কেমন খেলে মনে হয়।

সে যাহোক,
গল্প যখন শেষ হলো,
তখন আকাশে সব মেঘ কেটে গেছে
শুক্লা নবমীর জ্যোৎস্নায় চরাচর ঝলমল করছে
গল্পকার শ্রোতাকে বললো, ‘কেমন বুঝছো?’
শ্রোতা গল্পকারকে বললো,
‘ঠিক তোমার গল্পের মতো।’