নিশ্চয় পৌঁছাবো

নড়বড়ে বাঁশের সাঁকো।
তার ঠিক মাঝখানে পুরনো পাগল দাঁড়িয়ে।
তাকে বারণ করলেও
সে সাঁকো নাড়াবে,
তাকে বারণ না করলেও
সে সাঁকো নাড়াবে।

কিন্তু যাবো। আপনাদের কাছে যাবো।
একদিন সব পাগল পাগলাগারদে থাকবে।
একদিন অনায়াসে ঐ সাঁকো পার হয়ে যাবো,
একদিন পৌঁছাবো।
একদিন জঙ্গল ভেঙে, কাটাবন ডিঙিয়ে,
একদিন বন্যার জল উজিয়ে,
একদিন খরায় ধুঁকতে ধুঁকতে,
একদিন লঙ্গরখানার ভিড় ঠেলে,
একদিন অবশ্যই আপনাদের কাছে পৌঁছাবো।
বিশ্বাস করুন, প্রিয়তমা অপ্সরাগণ, আমাকে বিশ্বাস করুন,
একদিন নিশ্চয় পৌঁছাবো।
আপনাদের কাছে পৌঁছাবো।।