সাহসিক ও সামান্য কবি

মনে করো, ‘উত্তরের হাওয়া’,
মনে করো, ‘কোনো এক শীতের সকালবেলা,
আগের দিন দুপুর থেকে বৃষ্টি হচ্ছে,
বন্ধ দরজা জানলার ওপারে ভিজে রাস্তা।
ইচ্ছে হচ্ছে গলায় মাফলার দিয়ে, মাথায় বানরটুপি দিয়ে
কোনো দিকে রওনা হই,
ইচ্ছে হচ্ছে লেপ মুড়ি দিয়ে বিছানায় পড়ে থাকি।’

আসলে কোনো এক ঠাণ্ডা সকালবেলা
কোনো ইচ্ছেই স্পষ্ট নয়, ধোয়া ও কুয়াশার মতো-
মনে করো, ‘কোথাও যাওয়া হচ্ছে না
কোথাও থাকা হচ্ছে না।’

তুমি বলতে পারো, ‘মনেই যদি করতে হয়
আমি কেন এসব মনে করতে যাবো,
আমি মনে করবে, নীল আকাশ, সোনালি দিন
আমি কেন একজন সামান্য কবির অনুরোধে
উত্তরের হাওয়ার কথা ভাববো?

তাই হোক, হে সাহসিকা, তাই হোক
তুমি সোনালি দিনের কথা ভাবো, আমি উত্তরের হাওয়ার কথা ভাবি।