শুকনো পাতা

শুকনো পাতা হাওয়ায় উড়তে উড়তে
খোলা দরজা দিয়ে ঘরে ঢোকে
লেখার টেবিলের নিচে পায়ের কাছে
ঘুর ঘুর করে ঘোরে
শুকনো পাতা।

তার আর কোথাও যাওয়ার জায়গা নেই
তার সঙ্গী সাথীরা সব ছড়িয়ে পড়েছে
বাঁয়ে ডাইনে চার পাশে
উঠোনে রাস্তায়
শুধু সে একা
ঢুকে পড়েছে ঘরে
শুকনো পাতা
ঘরের মধ্যে ঘুর ঘুর করে ঘুরছে
একটু উড়ছে একটু গড়াচ্ছে
তার আর কোথাও যাওয়ার নেই।