নারী ১০

যুদ্ধে বীরাঙ্গনা নারী স্বাধীন স্বদেশে তার পেল না সমাজ
তার তাে গর্বিত কণ্ঠে ধর্ষিতা হবার গল্প শােনানাের কথা
বাঙালিরা পূজা দেবে, ইতিহাসে লেখা হবে স্বর্ণাক্ষরে নাম।
সম্ভ্রম হারিয়ে নারী স্বাধীনতা দিল যাকে সেই মাটি আজ

চূড়ান্ত দখল করে দাঁড়িয়ে রয়েছে ওরা চেনা চেনা মুখ
ওইসব ক্রুরমুখ নারীকে কলঙ্ক ডেকে কণ্ঠনালি ছেঁড়ে।
তার তাে গর্বিত কণ্ঠে পিশাচের নির্যাতন শােনানাের কথা।
ঘৃণা ও করুণা নিয়ে কতটুকু পেল নারী স্বাধীনতা সুখ?

(গ্রন্থঃ শিকড়ে বিপুল ক্ষুধা)