হাইব্রিড

সভাস্থল উজ্বলিয়া বসেছ নির্লজ্জ শয়তান
ইবলিসের বরপুত্র, দোআঁশলা চঞ্চল বানর!
তোমার চাপল্য দেখে লজ্জা পায় বন্য হনুমান
কেননা প্রকৃতি তব বানরের আকৃতিতে নর।
অনুকরণের আর্ট কথায়, পোষাকে দীপ্তিমান,
পণ্য রমণীর বুদ্ধি: রঞ্জনের অহেতু ভঙ্গিমা
শস্তা মোড়কের মত তুলেছে কৃত্রিম ব্যবধান,
দরিদ্র জামাত হতে বহুদূরে টানিয়াছ সীমা।

ভেবেছ সাধনা করি দীর্ঘকাল অনুকরণের
শ্বেত অনুগ্রহে তুমি শ্বেতদ্বীপে হ’বে সিটিজেন
তোমার পাৎলুন ঢিলা, নেকটাইয়ের অনিপুণ ঘের
ফাঁকি দেবে প্রভূ-দৃষ্টি, মেডিটেরেনিয়ানের ফেন;
কিন্তু সেই গুড়ে বালি মনে রেখো শক্তিহীন কীট
তুমি যে হাইব্রিড তুমি চিরদিনই রবে সে হাইব্রিড।।