প্যাঁচ

দু নৌকায় ভর করি, লোকে বলে আমরা বাদুড়
অথচ নির্বোধ তারা জানে না তো কেন বেমালুম
মিথ্যা আদর্শের তরে চোখ হ’তে মুছে ফেলে ঘুম
আধপেটা খেয়ে খেয়ে ক্রমে হয় অতিথি মৃত্যুর।
ছুঁচোর কীর্তন শোনে শুন্য ঘরে বিমর্ষ ইঁদুর;
(চালশূন্য হাঁড়ি আর চালাশূন্য আদর্শের ঘর)।
আমরা তখন সবে মহানন্দে মজাই শহর-
প্রতিদিন কেঁপে ওঠে ভাড়ায়ে রাজ্যের মতিচূর।

আমিও সে দলভুক্ত (এ কথাটা নেপথ্যে জানাই)
কেননা রাজ্যের ছোঁড়া আদর্শের নামে আজো মরে
নাকানিচুবানি দেয় আমাদের পথে ও প্রান্তরে,
যেহেতু আমরা নাকি সর্বদাই ঈমান ভাঙাই
সকল সুবিধা মাঝে এইটুকু অসুবিধা ভাই-
সতত চকিত থাকি গলায় গামছা বুঝি পড়ে।।