বােধন

একদিন কে যেন আমাকে স্বপ্নে ছুঁয়েছিল,
অনেকটা তােমার মতাে তার মুখের ছাদ, হাসি।

আমি তাকে তুমি মনে করে
এতটা খেলেছি, এতটা ডুবেছি জলে
তুমি মনে করে তার রােমকূপ
আঙুলের আঁচ থেকে পল-পল শুদ্ধতা নিয়েছি
তুমি মনে করে এত কিছু
এত তছনছ, ঝড়
সারা দুপুর হুল্লোড়, যােলাে দুগুণে বত্রিশ গুটি খেলে
ছক ভেঙে উড়ে গেছি হাওয়ায়
আমার আঁচল, আমি, তুমি কেউ আর শেষ অব্দি কারও
ঘরে ফিরে আসিনি।

ভাের হয় হয়, আমি অমল আনন্দ ভেঙে দেখি
যে আমাকে ছুঁয়েছিল, সে যত সৌম্য যুবক হােক
তুমি নও।

তুমি কেন ছোঁবে, ভুলে গেলে কেউ কি স্বপ্নেও কারুকে ছোঁয়?