চন্দনা, শােন

দিন যায়, যায়
আঙুলের কড়ায় গুনে এক-একটি সােনালি বছর
এক দুই তিন করে কৈশােরের গােল্লাছুট যায়, ছাদে দলবেঁধে হাসাহাসি,
চোখ লাল করে সারারাত শরৎচন্দ্র।

চার পাঁচ ছয় করে বছর যায়
উথাল ঢেউয়ের মতাে সকল তারুণ্য যায়,
সংস্কৃতির এ-মাথা ও-মাথা চষে মধ্যরাতে ঘরে ফেরা,
প্রেম ও প্রেমহীনতায় নিভৃত ক্রন্দন, যায়
আট নয় দশ করে বছর যায়
তােকে আমার ভােলা হয় না।

করতলে পড়ে আছে অর্ধেক যেটুকু জীবন
জানি তা-ও যাবে, ভােলা হবে না
তােকে আমার ভােলা হবে না।