ঝড়-জলের মন

ঝড় হচ্ছে, বালু উড়ছে, জল নামছে ধুম
ঝড় হচ্ছে-গাছ-গাছালি গা মােচড়ায় বেঁকে
কোথায় যেন ঘূর্ণি দিয়ে কষ্ট নেমে আসে।

এই ঘটনা আমার বুকে, অন্য কারও নয়।
অন্যখানে শৈত্য হলে আমার বুকে দাহ
আমার যদি জলপিপাসা, ডুবসাঁতারে তারা
তারা আমার আত্মীয় না, বন্ধুও না কেউ।

আর সকলে সুখেই থাকে, আমার শুধু নেই
আমার শুধু শূন্যতার সঙ্গে বসবাস
আর সকলে তা-থইথই, আমি নিমজ্জন
আমার চোখে ঘাের কুয়াশা, অন্য চোখে আলাে।

ঝড় হচ্ছে, বাতি নিবছে, অন্ধকারে একা
দরজা খুলে জানলা ভেঙে দুঃখ ঝেপে আসে
হঠাৎ আমি কেঁদে উঠলে পাড়াপড়শি হাসে
নিজেই কাঁদি, নিজে আবার শান্ত করি মন।