কেহ গরিব অর্থের জন্যে

কেহ গরিব অর্থের জন্যে, কেহ গরিব রূপে
এই দুনিয়ার সবাই গরিব, কান্দে চুপে চুপে রে
কান্দে চুপে চুপে।

যে রাজার হাজার দুয়ার, লক্ষ কুঠুরি
তাহার ঘরেই বশত করে, অভাব নামের বুড়ি।
রূপার খাটে বইসা গো, বুড়ি মজা গুয়া খায়
ধনে মান্য রাজার সনে, অভাব কিচ্ছা গায় রে
অভাব কিচ্ছা গায়।

ধন আছে জ্ঞান নাই, জ্ঞানের অভাব
ভবের কারখানায় জানবা, ইহাই স্বভাব।
মূল কথা, কত কথা, হিলি পাগলায় কয়
এই দুনিয়ায় সবাই গরিব, ধনবান কেউ নয়
হায় রে, ধনবান কেউ নয়।

কন্ঠ: বারী সিদ্দিকী