জানি-জানি সবই জানি

কোন মেঘেতে স্বপ্ন ভাসাও
কোন আকাশে বাস,
কোন নদীতে সাঁতার কাটো
কোন বাতাসে শ্বাস।

জানি-জানি সবই জানি
নিত্য পোড়াও হৃদয়খানি,
শূন্যতাতে বাস
পোড়াও বারো মাস।

কোনখানেতে ওড়াও তোমার
সুনীল ঐ আঁচল,
কোন সড়কে করো তুমি
নিত্য চলাচল।

কোথায় রাখো জোছনা চরণ
কোথায় বোনো সবুজ স্বপন,
স্বপ্নে বাঁধো মন
পোড়াও প্রতিক্ষণ।

কিভাবে যে কাটাও তোমার
অলস ঐ দুপুর,
রিনিঝিনি বাজাও বুকে
কোন সুরের নূপুর।

কোন টিপে মানায় ভালো
কোথায় রাখো স্বপ্নগুলো,
স্বপ্নে বাঁধো মন
পোড়াও প্রতিক্ষণ।

কন্ঠ: বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী
সুর: সাঈদ হাসান টিপু