যেওনা দূরে চলে

দূরের মেঘে স্বপ্ন আঁকি
রাতের অধরে নীল জোনাকি
তোমায় দিলাম তুলে, দিলাম তুলে।

জোছনা বোনা রূপালী চাঁদর
মনের খুব কাছে আলতো আদর,
দিলাম হৃদয় খুলে, দিলাম তুলে
যেওনা আমায় ভুলে, যেওনা দূরে চলে।

বৃষ্টি শেষের ভালোলাগা ক্ষণ
বুকের মাঝের রিনিঝিনি কাঁপন,
জীবনের সবুজ যত পাতা ছুঁয়ে
এঁকেছি তোমায় করে বড় আপন।

ভোরের শিশিরছোঁয়া সবুজ ঘাসে
মন ছুঁয়ে যায় মাতাল বাতাসে,
হৃদয়েরই শুরু থেকে শেষে
জড়িয়ে আছো প্রতিটি নিঃশ্বাসে।

কন্ঠ: বাপ্পা মজুমদার, তোনি
সুর: রাজীব হোসেন