সুপ্রভাত

একদিন হাঁটছি আমরা ক’জন
আমাদের কেউ কেউ উচ্ছাসে, এই শুভ্র সকালে
ধুলোমাখা পথ-ঘাট, ধুলোমাখা শরীর
ধুলোয় ধূসর আমরা ক’জন
এই সকালে, রাস্তায় হাঁটছি।

সুপ্রভাত একদিন আমাদের।

দ্বিধাহীন ভোর আসে, ফুটপাতে
ধুলোময় দোকানে খবরের কাগজে,
খেয়ালী কোলাহলে জমে ওঠে
শহরের রাজপথে যান্ত্রিক কোন সুরে,
এই ঝড়ো সংলাপে,
এই সুপ্রভাতে, রুক্ষ চায়ের কাপে।

একদিন হাঁটছি আমরা ক’জন
আমাদের কেউ কেউ উচ্ছাসে, এই রোদেলা দুপুরে
ধুলোমাখা পথ-ঘাট, ধুলোমাখা শরীর
ধুলোয় ধূসর আমরা ক’জন
ঠিক দুপুরে, রাস্তায় হাঁটছি।

কন্ঠ: তানজির তুহিন
সুর: ইয়াসির তুষার