গুল-বাগিচা (গীতিনাটিকা)

( ১৯৪০ )

'গুল-বাগিচা' গীতিবিচিত্রাটি কবি কাজী নজরুল ইসলাম এর একটি গীতিনাটিকা যা ১৯৪০ সালের ডিসেম্বর মাসের ১৪ তারিখে কলকাতা বেতার-কেন্দ্র থেকে প্রচারিত হয়। এর রচনা ও সুরকার ছিলেন কবি নিজেই। এতে মোট ৬টি গান ছিলো যার দু'টি গান পূর্বেই রচিত হয়েছিলো। তবে মিলথাকা গানের কথাগুলোতে কিছুটা ভিন্নতা রয়েছে।