যদি জানতে যদি

যদি জানতে, যদি জানতে
কি যে আমার মনের কথা,
তাহলেই ফুরিয়ে যেতো
তোমার আকুলতা।

এভাবে গোপন করে যাক না চলে
অনেকটা দিন,
কখনো আঁধার নিয়ে কখনো
আশা রঙিন।

না বলেই যাবো বলে-
কতো না কথার ছলে
যে কথায় আছে লেখা
আমার কবিতা।

সব যদি আগেই জানো
রোমাঞ্চটা থাকবে কোথায়?
না জানা সেই কথাটি
থাক না দূর অজানায়।

কিছুটা দ্বন্দ্ব মানে-
জীবনে ছন্দ আনে,
সবকিছু ফুরিয়ে যাবে
আগেই জানলে তা।

কন্ঠঃ শ্রীকান্ত আচার্য