আমার আগুন

সহজে দাঁড়াতে চাই অবনত সরল মস্তকে
গোলাব জলের ছিটা হয়ে যেতে বড়ই খায়েশ
কবির গ্রীবার মত যুক্তি থেকে ফুলের থালায়
কাত হয়ে থেকে যাব সর্বশেষ উৎসগ যেমন।

আমার নগ্নতা দেখে আত্মীয়রা বিমর্ষ যদিও,
পবিত্র ধোঁয়ার গন্ধ হয়ে যাচ্ছি- এমত আক্ষেপে
কে এক সুহৃদ কাল পাঁচ গজ খদ্দরের দাম
স্নেহসিক্ত বাক্যসহ ডাকযোগে পাঠিয়ে দিলেন!

সমস্ত প্রত্যঙ্গ থেকে ঝরে যায় স্বস্তির চেতনা
পাপ-পুণ্য ভেদ ঘৃণা খসে পড়ে যায় নিরুপায়;
তেমন শরম কই আতঙ্কিত যে অনাবরণ
হঠাৎ ঢাকবো বলে ধরে রাখি আমার কাপড়?

আমাকে আসতে হবে অবনত বিনীত নিয়মে
আতরদানীর মত হয়ে যায় যেখানে হৃদয়
অথবা রেহেলে রাখা অনশ্বর অক্ষরের কাছে
কল্পিত মোমের মত জ্বালতে চাই আমার আগুন।