দুরুহ আভাস

আর সে দুর্গম পথে দেখা গেলো প্রথম সওয়ার
আমাদের, অহঙ্কার বিন্দু বিন্দু ঘাম হয়ে ঝরে
কেউ নেই, ছেলেগুলো পার হবে দুর্জয় পাহাড়
একটু করুণা ছিলো ঈশ্বরের নিষিদ্ধ অধরে?
লোকালয়ে দেখিয়েছি আমাদের পূর্বপুরুষের
অতি জীর্ণ ভাঙা এক জঙধরা ঋজু তরবারি
কেমন নরম ভাবে হাসে তারা, যেন সম্মুখের
উপত্যকা ভরে যাবে, টলে যাবে তীক্ষ্ম পাহাড়-ই

আমরা সবাই মিলে গাইলাম অন্তিম কোরাস
যেন শেষ বিলাসিনী সম্রাজ্ঞীর কয়েকটি ছেলে
বাপের হারানো লিপ্সা বুকে নিয়ে হেসে অবহেলে
ঘোড়ার লেজের কাছে দাঁড়িয়েছে উঁচু করা বুকে-
তখনই আঁধার এসে হাত দিলো অই সব রাজার চিবুকে
পাহাড়টা মনে হলো যেন কার দুরুহ আভাস।