এমন আশার

বিশ্বযুদ্ধ বাধবে না, এ আশ্বাসে কাটবে না ভয়,
তবুও তোমাকে নিয়ে অনায়াসে লিখে ফেলা যায়
হয়তো এমন পদ্য, যাতে এই বিষণ্ন সময়
আমরা মাড়িয়ে গিয়ে চেয়ে দেখি অই বারান্দায়
ছেলেরা মার্বেল খেলে, কথা বলে পড়শী মেয়েরা
অক্লেশে হওয়া আসে পার হয়ে মেহেদীর বেড়া,
স্তন টানা শেষ করে খোকনটা বেলুন ওড়ায়-
ওদিকে বেতারে শুনি টিটভের আকাশ বিজয়।

সবকিছু সাহসীর মতো, জীবনের তোলপাড়
চক্রাকার ছুঁয়ে আছে গতিমান বিশ্বের বলয়;
প্রতিটি নিঃশ্বাসে আসে গন্ধটুকু যে ভালোবাসার
তারি মধ্যে ফুটে আছে বাঁচবার দঢ় বরাভয়,
বারবার ধুয়ে যায় গ্লানিটুকু সব হতাশার
সহজ খুশীর মধ্যে মনে হয়, ওটা কিছু নয়।