ঈক্ষণ

যতবার নাম ধরে ডাক শুনি, ততবারই -এই আমি, এইতো রয়েছি
বলে চকিতে ঘুরাই মুখ, কে তুমি আমাকে?
অথচ চেনেনা কেউ, জানেনা কি নাম, পেশা, কোথায় নিবাস
এখানে এসেছি কেন, কাকে চাই, যাবো কোন গাঁয়।

আমি তো নিসর্গগামী আমাকে চেনেনা কেউ, আমিও চিনিনা।
হলুদ পাখির খোঁজে ঘুরি ফিরি, এমন সন্ধ্যায়।
সোনার পালক তার, লাল চঞ্চু গায় দিনমান।
আমি সেই পাখি চাই, আমি সেই অলীক গাছের
শাখায় মেলবো চোখ অন্ধকার পাতার পৃষ্ঠায়।

কে আমার নাম ধরে ডাক দিলে? কণ্ঠস্বর বড় চেনা লাগে।
তুমি কোন দৃশ্যে আছো, খুলে ধরো দেখবো ঝলক
তুমি তো প্রান্তরে নেই, এই তো প্রান্তর।
তুমি কোন বৃক্ষে আছো? কই, সব শূন্য শাখা দোলে।

অদৃশ্য বাতাস বয়, বাতাসেও তোমাকে দেখি না!