লোকালয়

জানি না আবার আমি নিরানন্দ উষ্ণ লোকালয়ে
সেই রুক্ষ্ম পথ ধরে নিজের নির্দিষ্ট কক্ষে আজ
কার মুখ দেখবো প্রথম? দেখার দারুণ ভয়ে
বহুকাল ঘরে ফেরা হয়নি আমার, কি-বা কাজ
ঘরে এসে, যেখানে দৃশ্যের ভারে চোখ মেলা দায়
অবিরাম অশ্রুজল কিম্বা আত্মহত্যার তরল
ফেনায়িত লাল রক্তে কাচের নিপান ভরে যায়
সে আবাসে ফিরে গিয়ে কার মুখে দেখবো অনল?

একটু উত্তাপ নেই কারো মুখে, কোনো উচ্চারণ
পবিত্র করে না এই নির্বান্ধব প্রকোষ্ঠের কারা?
অথচ ঘটবে কিছু, ঘটনার বিভিন্ন কারণ
উপস্থিত পড়ে আছে এলোমেলো; শুধু নেই তারা
যাদের বিহনে এই অন্ধকার স্বরূপধারণ
করে আছে চরাচরে। ঘুরে ফেরে ভয়ের ছায়ারা।