মন্ত্র

ঝরুক পাতা পুরনো পাতা হলুদ পাতা ঝরুক
বীজের মুখ সবুজ কুঁড়ি অবুঝ মাথা গড়ুক।

শুকনো সেই নদীতে আজ নতুন বান আসুক,
আটকে রাখা নৌকাগুলো স্রোতের টানে ভাসুক।

প্রবীণ মহারাজারা আজ মুকুটগুলো খুলুন,
সাহসী কিছু মানুষ দাও, মস্তকে তা তুলুন।

আগের সব কবিরা এই মাঘের শীতে পালাক
তরুণ কেউ প্রেমিক এসে নতুন গান ঝালাক।

কালকে যারা বালিকা ছিল, নিজের বুক দেখুন,
অতল চোখে কাজল টেনে নিগুঢ় ছল লেখুন।

গভীর পুরো কুয়াশা যাক হাওয়ার তোড়ে ভেসে
আগুন, পানি, খাদ্য হাতে ক্ষুধার্তরা এসে-

নীরব নীল শীতের মাসে লাগিয়ে দিক আগুন
করুণ মুখ তরুণ যত আগুন দেখে জাগুন।