নৌকোয়

কখন ভেসেছি জলে, গন্তব্য যে আরো কতদূর
সে শুধু মাঝিই বোঝে, এ সবুজ জলের নূপুর
আমার নৌকোয় বাজে সারাদিন একি রিমঝিম,
কার হাত ভাসিয়েছে ক্লান্ত জলে আদিম পিদিম?
সে সাত সকালে চড়া, এখনতো মুছে গেছে রোদ
সারারাত যাবো কেটে ছলছল জলের বিরোধ।

মোড়টা পেরিয়ে গিয়ে তুলে দেয়া হবে লাল পাল
ঢেউ ছিঁড়ে ছুটে যাবো, নৌকো হবে গতিতে মাতাল;
বাতাসে ঘুমের গন্ধে চোখ দুটি যদি ভরে আসে
তখন মাঝির গানে কে কাঁদবে তরল তিতাসে।
তার চেয়ে ঘুম দিই, শুয়ে শুনি বইঠার ধ্বনি
নৌকো শুধু কেঁপে কেঁপে পার হোক জলের বাঁধুনি।

গোঁসাইপুরের ঘাটে হয়তো বা ভোর হবে কাল,
কারুকর্মী মহাকাল আঁকবেন সবুজ সকাল।