প্রত্ম

পাথর পাহাড় খুঁড়ে মিলেছে যে করোটি ও হাড়
বিস্ফুরিত চোখে দেখি আত্মীয়ের জংধরা খুলি,
কেমন মমতা বাড়ে, হাতে নিই ঝেড়ে মুছে ধুলি,
কালোত্তীর্ণ রক্ত যেন কেঁপে ওঠে তোমার আমার।
কখনো বর্ষার ফলা কখনোবা পাথরের তীর,
যূথবদ্ধ জীবনের নারীদের অলঙ্কার, আরো-
এখানে দাঁড়িয়ে তুমি যত খুশী ভেবে নিতে পারো
তোমার রক্তের পিছে ইতিহাস কতটা নিবিড়।

মুখের রেখায় শেষে হেঁটে গেলো গাম্ভীর্যের হিম
বুদ্ধের মূর্তির পাশে তুমি আমি নিষ্পলক চেয়ে
গভীর প্রশান্তি যেন আমাদের রক্তে আছে ছেয়ে
নির্বাক দুজন শুধু; ইতস্তত ছড়ানো আদিম।
মহেনজোদারোর সে মৃৎপাত্রে লেখা কি-যে নাম
আমরা বুঝিনি ঠিক আশেপাশে কত হাঁটলাম।