বাংলার লাঠিয়াল

পদ্মার বুকে দেখ
ঝিকিমিকি করে ওঠে
ঝিকিমিকি করে উঠে
বালুচর
ও দেখ বুকের ভেতর চিতা
হুংকার দিয়ে ওঠে
হুংকার দিয়ে ওঠে
যদি আমার
বলে আজকার মাতবর
কতবার ছেড়েছি
ছাড়বোনা এবার
বাংলার লাঠিয়াল
বাংলার লাঠিয়াল
বাংলার লাঠিয়াল…।

দেখ দখলের লড়াইয়ে
জড়ো হয় কারবালা
জড়ো হয় কারবালা প্রান্তর
লুঙ্গি মারপেচা
কোমরে গামছা প্যাঁচা
হাতে লাঠি ছোটাছুটি
লাঠি লাঠি ঠোকাঠুকি।

থাকে দুই দল খবরদার
এক পাও এগুবিনা আর
ওদের চোখে খুন রক্তে প্রটাস
কালো চিৎকার দেই কোরবয়াল।

চৌদ্দ পুরুষের পেশায় ওরা
যোদ্ধা পুরুষ
ওরা কৃতদাস
ওরা যোদ্ধারের
কৃতদাস।

কন্ঠ ও সুর: জেমস