বিস্ময়

পৃথিবীতে বসেছে মানুষের মেলা
এইখানে শুধু মনের খেলা,
মন ভাঙে মন গড়ে
আর কিছু মন শুধু স্তব্ধ রয়।

প্রতিদিন ভোর হবে এই কথা ভেবে
কিছু কিছু মন পাপে ডুবে থাকে,
কিছু কিছু মন পূণ্যের কাজে শুধু ব্যস্ত রয়

আশা নিরাশার পৃথিবীতে
বেঁচে থাকা যেন এক বিস্ময়,
সততা আর ভালোবাসা
বেঁচে থাকে শুধু সারাজীবন।

আমার এই বিস্ময় আমি বেঁচে আছি
এই পৃথিবীতে আজ এবং এখনও।

সুখে দুঃখে ছোটখাটো এই সংসারে
মানুষে মানুষে ভেদাভেদ করে,
মানুষের তরে মানুষের মন রক্তাক্ত হয়।

কতজন কোনখানে কত কিভাবে
বেঁচে থাকার নিয়ম খোঁজে,
বেঁচে থাকার নিয়মে কোন বাধা নাই।

বয়সের সীমারেখা গিয়েছে ফুরিয়ে
মনের অসুখে সব ফেলেছে হারিয়ে,
সে মানুষের এই পৃথিবীতে কোন চাওয়া নাই।

কন্ঠ ও সুর: আইয়ুব বাচ্চু