যার কারনে কান্দেরে মন

যার কারনে কান্দেরে মন
সেতো আমার চিনলো না,
এই চোখেরই ভাষায় আজো
কেন সে যে বুঝলো না,
মনের জমিন আমার
মনের জমিন রইলো খালি,
সেই জমিনের নাইরে মালি
প্রেমের আবাদ আজও হইলোনা।

এত যতন কইরা বিধি যারে গইড়াছে
রূপে রূপে অপরূপা যারে কইরাছে,
কোন ভুলেতে… বিধি
কোন ভুলেতে জানি না তার,
মনের মাঝে ভালোবাসার
কোন স্বপ্ন কেন দিলো না।

স্বপ্ন জুঁড়ে বসত করে অন্তরে যার ঘর
দূরে দূরে তবু সে যে রইলো জনমভর,
আগুন জ্বেলে… হায়রে
আগুন জ্বেলে আমার বুকে,
সে যে আছে মহা সুখে
ভালোবাসি আজও কইলো না।

কন্ঠ: এন্ড্রু কিশোর
সুর: প্রণব ঘোষ