কোনো বন্ধুর জন্মদিনে

চেনা-অচেনার দ্বন্দ্ব ঘুচুক
জন্মদিনে,
গ্রহতারকার ছন্দে নাচুক
তুচ্ছ দিনের দুঃখ ও সুখ।
যে-অভিসন্ধি করেছে বন্দী
জীবন-ঋণে,
তারই বাঁকা আলো জ্বালো, ঘরে আলো
জন্মদিনে।

সে আছে তোমার অন্ধ দিবার
অন্তরালে,
পূর্ণ প্রাণের চালোকের
ইন্দ্রজালে।
চিরন্তনীর ক্ষণিক চিহ্ন
বস্তুর জাল করুক ছিন্ন।
রাত্রিশেষের যাত্রীরে নিক
পলকে চিনে
স্বপ্নমাখানো আঁখি অনিমিখ
জন্মদিনে।