অফুরন্ত

হাওয়ার চীৎকারে আমি তোমারেই ফিরেছি ডেকে
দয়া নেই, শান্তি নেই! দুর্বার, বিশাল, উত্তাল,
ঢেউয়ের উৎসাহ ঢেলে মগ্নতার পাহাড় থেকে
প্রান্তরের সমতলে, দিগন্তের সমান্তরাল
নদী হ’য়ে, জলের দুরন্ত বেগে চকিতে বেঁকে,
তোমার নামের মন্ত্র অন্তহীন, অপরিমিত,
জপিয়েছি পৃথিবীর হৃদয়েরে; আকাশে এঁকে
ঝড়ের অরাজকতা, বজ্রের বিদ্রোহে উদ্ধৃত
বিদ্যুতের অসহ্য মুহূর্তে আমি নিয়েছি দেখে
আশ্চর্য তোমারে!…শুধু এই!…তারপর আবার
কি অন্ধ-করা-অন্ধকার-কারাগারে, একে-একে
রুদ্ধ হবে ঝড়, ঝর্না, বন্যার উচ্ছ্বাস, আর আমার
সত্তার সত্য! হাওয়ার চীৎকারে যাবে হেঁকে
অফুরন্ত ভবিষ্যৎ- ‘সে কে…সে কে…কে!’