‘আমি-তুমি’ আশ্রয় কেন্দ্র

তোমাকে কেন্দ্র করে এই ‘আমিও’
শুধু ‘তুমি’তে রূপান্তর হই কবিতায়।
তোমার পথে পথে
মোহে ও বন্ধনে
আমিও বিলীন, অন্তহীন
গড়ে তুলি একঘেঁয়েমির দীর্ণ কবিতা,
হয়ে উঠি অস্তিত্বের প্রৌঢ় মিলন
যাই সকলের পথে, একাকার, অনিল
অপরিহার্য ‘আমি’ শব্দের টানে
এভাবে ‘আমি-তুমি’র
ক্রমবর্ধিত রূপে,
অভ্যাসের সহস্র শব্দের ডানায়
আবার খুঁজতে চাই কাকাতুয়াহীন
শব্দের আকাশ

নতুন পথ-পরিক্রমার ভাষা
শরীর-সৌন্দর্যের আক্ষরিক বিভা।

কার আশ্রয়ে যাও ‘আমি-তুমি’
আশ্রয় নার্সিসাসে,
রঞ্জন সকালে
ভাবো বুঝি পৃথিবীর প্রত্যয় দেবে এই তান
কবিতা কি ‘তুমি’ আশ্রয়কেন্দ্রের মান,
অনাথ শব্দের আশ্রিত ‘আমি-প্রত্যয় প্রাণ’?