অতলান্তা

জড়ায়ে গেলো সে সন্ধ্যামেঘের স্বর্ণজালে,
বন্দী হলো সে চন্দ্র-তারার ইন্দ্রজালে,
বাজে তারই সুর রাত্রিদিনের ছন্দে-তালে,
অতলান্তারে হারাতে পারি না, পারি না।

একবার যারে পেয়েছি, সে মোর চিরন্তনী,
তাই তো আকাশে আলো-আঁধারের আবতনী,
তাই তো এখনো জীবন-সাধন অবন্ধনী
দুঃখসুখের ক্ষুদ্র সীমার অন্তরালে।
অতলান্তারে হারাতে পারি না, পারি না।