স্বয়ংবরা

সেদিন তুমি ছিলে স্বয়ংবরা।
অন্ধকার রাত্রি ভ’রে
বৃষ্টি তার মন্ত্র পড়ে,
স্পর্শ যেন স্বপ্ন আর
অশ্রু দিয়ে ভরা।
তরুণ তনু পুষ্পবন,
পুস্পধনুর আমন্ত্রণ;
রুদ্ধশ্বাসে হৃদয় জপে
চিরন্তন ছড়া।
নিদ্রা আর অনিদ্রার
মধ্যে নামে অঙ্গীকার;
তবু-তো ভার, সকল ভার
দিলো না তবু ধরা।
সেদিন তুমি ছিলে স্বয়ংবরা।

আবার আজ ঝ’রে শ্রাবণ-ধারা।
অনিদ্রার একলা রাতে
কল্পনার মন্ত্রণাতে
কাটাই আমি প্রতীক্ষার
তীক্ষ্ণ, ক্ষীণ ফাঁড়া;
বুকের ‘পরে মুহ্যমান
জলের গান, হাওয়ার তান
অশান্তির দেশান্তরে
যদি-বা দেয় ছাড়া;
সেই আমার, সেই তোমার
অজ্ঞতার প্রতিজ্ঞার
ব্যর্থতায় হঠাৎ পায়
আকাশময় সাড়া
আবার আজ যদি শ্রাবণ-ধারা!