পরীর ছেলেরা বিনিসূতে যবে ওড়ায় ফড়িং-ঘুড়ি
দুপুরের সেই আলোকের পুবে আমরা অফুট কুঁড়ি;
সন্ধ্যার হাওয়া বহিলে ভুবনে তবে সে ঘামটা খুলি,
আঙিনার কোলে ভাঁজে ভাঁজে খোলে রঙীন পাপ্ড়িগুলি!
আমরা কৃষ্ণকেলি,
কাহারো পরনে জর্দ্দা তসর কাহারো বা রাঙা চেলি!
আকাশ-বাহিনী মন্দাকিনীর সোনার কিনার জুড়ি’
পরীর মেয়েরা মিলিয়া গুঁড়ায় পঞ্চ বরণ গুঁড়ি;
সোনার পইঠা ‘পরে বসি’ তারা প্রজাপতি ব্রত ক’রে
পঞ্চবরণ মাখায় যখন প্রজাপতি ধ’রে ধ’রে;-
তখন নয়ন মেলি,
পঞ্চবরণ ঘাঘরিতে সাজি কিশোরী কৃষ্ণকেলি।
চাঁদ হেন বর আসে গো যখন শাঁখ বাজে ঘরে ঘরে,
সন্ধ্যা বালিকা কপালে কপোলে ক’নে-চন্দন পরে,
সবুজ ডুলিতে আসি মোরা সবে বর বরণের লাগি’
এয়োর কর্ম্ম আমরাই করি আমরা বাসর জাগি!
আমরা কৃষ্ণকেলি,
সন্ধ্যামণির সঙ্গিনী মোরা আঁধারে নয়ন মেলি।