আজাদ করো পাকিস্তান

আজাদ করো: আজাদ করো: পাকিস্তান
বাঁচার মত বাঁচতে হ’লে মরার গান
কণ্ঠ ভরি নাও শিখে আজ
নও-জোয়ান
আজাদ করো: আজাদ করো
পাকিস্তান।। মঞ্জিল আর নয়কো দূরে
দিন উজল
সাম্‌নে চলো: সাম্‌নে চলো
যাত্রী-দল।
মুখর করো মৃত রাতের
পথ বিরান
আজাদ করো: আজাদ করো
পাকিস্তান।।

রক্তে রাঙে যে দিন কঠোর
আনো সে-দিন
তোমার ডাকে জ’মালো জামাত
মুআজ্জিন
জাগাও তাদের বুকের শিকল ছেঁড়ার গান
আজাদ করো, আজাদ করো: পাকিস্তান।।