ঘুম

বলিষ্ঠ মন্থর এক দীর্ঘদেহ সাপের মতন
ঘুম আসে। ক্ষুব্ধ জলে সঞ্চারিত ছায়া পড়ে তার।
স্‌নায়ুর প্রান্তর জুড়ে অবসন্ন চেতনার বন
সাপের বিষাক্ত শ্বাসে আচ্ছন্ন অসাড়; বারবার
আড়ষ্ট আঘাত তুলে মুহুর্তেই পড়ে সে ঝিমায়ে;
বনের আদিম পশু, কিংবা মৃত্যু কিংবা এক পাখী
সাপের কুণ্ডলী তলে সুবিপুল ঘুমের প্রচ্ছায়ে
ভুলেছে নিজের সত্তা, ভুলে গেছে সে আছে একাকী।

সে নিকষ মৃত্যু-ঘুম অরণ্য-সবুজ-রসায়ন
গতির সম্পূর্ণ উৎস মুক্ত করে পাখীর ডানায়;
পূর্ণ করি তোলে কণ্ঠ সুগভীর সুপ্তির স্বনন।
তারপর আলো আসে অজগর দূরে সরে যায়
ঘুমন্ত কন্যার পাশে সাড়া দিয়ে জাগে হীরামন
সদাগর পুত্র জাগে চোখ মুছে ভোরের হাওয়ায়।।