হিরো

জানি না তো ক’ গ্যালন অশ্রু গ্যাস মজুত তোমার-
প্রয়োজন মত সাধু যেথা সেথা কর সুপ্রয়োগ-
(প্রতিবার হ’ঠে যাই দেখে শুধু ও মোক্ষম মার-)
কেমনে জিতিয়া যাও, প্রতি বক্ষে তুলিয়া দুর্যোগ
(যেথা সভাস্থলে মূঢ় বুদ্ধিহীন নির্বোধ জনতা
কিছুতে টলে না আর তখন হে সাধুশ্রেষ্ঠ তুমি
নারীর বিশেষ অস্ত্ৰে ভিজাইয়া কহ সেই কথা
অমনি শ্যামল হয় জনতার মন-মরুভূমি।

নিমেষেই ধরে ফল, যে মুহূর্তে দাও তারে নাড়া
টুপটাপ ঝ’রে পড়ে। সংগোপনে পকেটে তা রাখি
হাসিল করিয়া কাজ স’রে পড়ো। কাঁপে শিরদাঁড়া
অসীম বিস্ময়ভরে। মনঃকষ্ট মানসেই ঢাকি
এদিকে ওদিকে আমি করি গুঁড়ো লঙ্কার সন্ধান
তখন তোমার গোলা পরিপূর্ণ হে সাধুপ্রধান)।।