ইব্‌লিস ও হায়াত দারাজ

‘কমনীয় কল্পনার কাব্য গীতি ছেড়ে দিয়ে আজ
ব্যঙ্গের চাবুক নিয়ে কেন ঘোরো হায়াত দারাজ?’
‘ইব্‌লিসের ষড়যন্ত্রে অবকাশ নাই কল্পনার
ব্যঙ্গের চাবুকে খুঁজি যথাযোগ্য সমাধান তার।’
‘ক্ষমা মহতের ধর্ম, মুমীনের বিশিষ্ট স্বভাব;
তোমার চরিত্রে কেন উপরোক্ত গুণের অভাব?’
‘ইব্‌লিসের গুপ্তচর পায় যদি আত্মীয় খেতাব
বরাবর যা হয়েছে এবারেও হবে সেই লাভ।’

(মন্তব্য)
তখনি সন্দেহ জাগে যে মুহূর্তে ইব্‌লিসের মুখে
শুনি ইন্জিলের বাণী, যে মুহূর্তে পরিচিত পাপ,
সাধু বেশে অকস্মাৎ মিষ্ট হেসে দাঁড়ায় সম্মুখে
তিক্ত অভিজ্ঞতা বলে: এনেছে সে দুর্বুদ্ধির ঝাঁপি।।