মৃত্যু-সংকট

তোমাকে আফিম বলে জড়ধর্মী- কোন দেহবাদী?
মস্তিষ্কের মধ্যপথে ভুলিয়া আত্মার পরিচয়,
ইব্লিসের গুপ্ত মন্ত্র ছড়ায় কে আজ বিশ্বময়,
মনের প্রশান্ত মাঠ কে আজ ক’রেছে অনাবাদী?
মানুষের আদি সত্তা পথে পথে ফিরিতেছে কাঁদি!
পৈশাচিক কলোগ্লাসে মাতিয়াছে আজ কে বর্বর;
জড়বাদী মন্ত্র দিয়ে কে চায় ভাঙিতে কা’বা ঘর;
অন্ধ আবরাহা আজ কী বিভ্রমে হ’য়েছে বিবাদী?

আঁধারে ঢাকিবে সূর্য? ঝড় হবে তৃণের সম্মুখে
রুদ্ধশ্বাস; হতমান? এ অথর্ব রাত্রির সংশয়
স্থির জড়পিণ্ড হ’য়ে ঠাই নেবে প্রান্তরের বুকে?
জীবন্ত নদীর ধারা ভুলিবে কি তার পরিচয়

যে নদী মানেনি বাধা নমরুদের পাষাণ প্রাচীরে;
ফেরাউন ডুবে ম’ল যে নদীর খরস্রোতা নীরে।।