পুঁথির আসর

যখন হিমেল হাওয়া আনে ব’য়ে স্বপ্ন কুয়াশার
পুঁথির জগতে ঘোরে রসান্বেষী কৃষাণের প্রাণ,
দূর সফরের পথে যেন সে নাবিক ভ্রাম্যমাণ
জৈগুন, সমৰ্তভান, সোনাভান, আমীর হামজার
কাহিনীতে পায় খুঁজে রহস্যের নিরুদ্ধ দুয়ার,
হাতেম তায়ীর সাথে হাম্মামের করে সে সন্ধান,
তাহমিনা, শাহেরজাদী জাগে তার সম্মুখে অম্লান
পুঁথির আসরে ফের নামে রাত্রি আলিফ লায়লার।

আশ্চর্য সে স্বপ্ন কথা – মাটিতে যে রাখে দৃঢ় মূল
অথচ অথৈ শূন্যে ওড়ে সিয়া মোরগের মত
কল্পনা -উন্মুক্ত পক্ষ! তাই তার হ’য়ে যায় ভুল
গণ্ডীবদ্ধ মাঠ, গ্রাম; এ জীবন দুঃখভারানত
পার হ’য়ে সে বিহঙ্গ, পাড়ি দিয়ে সময়ের কূল
উড়ে যায়, উড়ে যায়; ভারমুক্ত গতি অব্যাহত।