কাল যমুনা

সখি যমুনায় জল আনিতে যেওনা
কালা বসে আছে ঘাপটি মেরে
সখি যমুনায় জল আনিতে যেওনা
কালা বসে আছে ঘাপটি মেরে

ফাঁক পেলে সে ছাড়বেনা
যমুনায় জল আনিতে যেওনা
কালা বসে আছে ঘাপটি মেরে
কালা বসে আছে ঘাপটি মেরে

কালার হাতে মোহন বাঁশি
কানে গোঁজা জবার ফুল
তাহার বাঁশির সুরে হায়রে
পাগল যত নারী কূল
কালার হাতে মোহন বাঁশি
কানে গোঁজা জবার ফুল
তাহার বাঁশির সুরে হায়রে
পাগল যত নারী কূল

সখি যমুনায় জল আনিতে যেওনা
কালা বসে আছে ঘাপটি মেরে
কালা বসে আছে ঘাপটি মেরে
সখি যমুনায় জল আনিতে যেওনা
কালা বসে আছে ঘাপটি মেরে
কালা বসে আছে ঘাপটি মেরে

সখির আশায় বিভোর কালা
ছেড়ে এসে বৃন্দাবন
বসে আছে প্রেম যমুনায়
কখন সখি করবে ভুল
সখির আশায় বিভোর কালা
ছেড়ে এসে বৃন্দাবন
বসে আছে প্রেম যমুনায়
কখন সখি করবে ভুল

সখি যমুনায় জল আনিতে যেওনা
কালা বসে আছে ঘাপটি মেরে
কালা বসে আছে ঘাপটি মেরে
সখি যমুনায় জল আনিতে যেওনা
কালা বসে আছে ঘাপটি মেরে
কালা বসে আছে ঘাপটি মেরে

সখি যমুনায় জল আনিতে যেওনা
কালা বসে আছে ঘাপটি মেরে
সখি যমুনায় জল আনিতে যেওনা
কালা বসে আছে ঘাপটি মেরে

ফাঁক পেলে সে ছাড়বেনা
যমুনায় জল আনিতে যেওনা
কালা বসে আছে ঘাপটি মেরে
কালা বসে আছে ঘাপটি মেরে
কালা বসে আছে
কালা, কালা
কালা বসে আছে ঘাপটি মেরে
কালা, কাল।

কন্ঠ ও সুরঃ ফারুক মাহফুজ আনাম জেমস্
কথাঃ শমী
(গানটির মূল লেখক সম্পর্কে কোন তথ্য পাওয়া যায় নি।)