আমার ছাত্র ও তার প্রেমিকার জন্যে এলেজি

তোমাকে পাওয়ার জন্যে সে ক্লাশ ফাঁকি দিতো, দাঁড়িয়ে থাকতো পথে,
কলেজের মুখোমুখি চৌরাস্তায়, খররৌদ্রে, তোমাকে পাওয়ার জন্যে,
তুমি সহজে অধরা আকাশের কাছাকাছি জলপাইপল্লব, তুমি
ধরা দিতে বহু সাধ্যসাধনায় (যে-সাধনায় ছেলেরা শ্রেণীতে প্রথম স্থান পায়)

তোমাকে পাওয়ার জন্যে, মাত্র পনেরো মিনিট তোমাকে পাওয়ার জন্যে,
সে তোমাকে ডেকে নিয়ে যেতো পার্কে, কলাভবনের ছাদে,
রেস্তোরায়, তুমি প্রবাহিত নদী, ভোরের শিশির, তুমি
ধরা দিতে বহু সাধ্যসাধনায় (যে-সাধনায় মানুষেরা স্বপ্নকে গাঢ় বুকে পায়)

তোমাকে পাওয়ার জন্যে, বহু অনুনয়ে ডেকে নিতো।
সান্ধ্য বারান্দায়, তুমি ঠাণ্ডা জল ধরণীর, তুমি তার হৃৎপিণ্ডে
অদৃশ্য আগুন দেখে যেতে কাছে, সে কৈ পেতো
বহু সাধ্যসাধনায় (যে-সাধনায় মানুষের স্বাধিকার পায়)

তোমাকে পাওয়ার জন্যে, শুধু তোমাকে পাওয়ার জন্যে, নিজেকে সে
হারাতো প্রত্যহ, তুমি গাঢ় মেঘ বাঙলার শ্রাবণের,
তুমি ধরা দিতে, রাখতে পাঁচটি চম্পক আঙুল তার কাঁপা আঙুলে,
সে তোমার কালো চুলে হাত রেখে ডুবতো অমৃতে, তুমি সবুজ বাতাস, তুমি
ধরা দিতে বহু সাধ্যসাধনায় (যে-সাধনায় মানুষেরা স্বাধীনতা পায়)

তোমাকে কি পেয়েছে সে সেদিন তোমার সঙ্গে কি তার
দেখা হয়েছে সে-দিন যে-দিন তোমার দেহ তুলে দিয়ে গেলো তাতার দস্যুরা
ক্যান্টনমেন্টে ডিশভর্তি মাংসের মতোন, আর
আমার পাগল মাতাল অন্ধ বোবা বধির পাগল মাতাল অন্ধ ছাত্র যখন
তোমাকে ফিরিয়ে আনতে গিয়ে আমার ক্লাশে আর ফিরে এলো
কোনে দিন, তুমিও তো ফিরলে না, তোমরা কি দুজন দুজনকে
পেয়ে গেছো বুকে বুকে কোনো পাকিস্তানি বধ্যভূমিতে?