বিবস্ত্র চাঁদ

বিবস্ত্র হচ্ছে চাঁদ খুলে ফেলছে ব্রা পেটিকোট
গা থেকে পিছলে পড়ছে সৌরভ জ্যোৎস্না যার প্রচলিত নাম
ছুঁড়ে দিচ্ছে নীল শাড়ি অন্যমনস্ক ভূতভবিষ্যৎ ভুলে
আস্তে খোঁপা থেকে দশ লাখ নীল কাঁটা খুলে
ফেলে দিচ্ছে ঢেকে যাচ্ছে সব কিছু নোংরা পৃথিবীতে

প্রেমিক তুলে নিলো দুই চোখে কাঁপা আঙুলে
নীল কাটা সংগোপনে
প্রৌঢ় ভদ্রলোক তুললেন নীল শাড়ি
গোপনে বুকের মধ্যে
রাস্তার উদ্বাস্তু বালক বেলুন ভেবে
উল্লাসে উড়োবে ব’লে তুলে নিলো ব্রা
ব্রথেলফেরত মাতালেরা চুমো খেয়ে
তুললো ভাঙা বুকে চটিজোড়া
শ্লোগানমুখর মত্ত শ্রমিকেরা
দাবি করলো পেটিকোট
আর পাছপকেটে পুরে আমি শয্যাকক্ষে
নিয়ে এলাম ওই সতী বিবস্ত্র চাঁদকে।