এ কি আলো! এ কি আঁধার

এ কি আলো! এ কি আঁধার
সৃষ্টিধারার অলখ থেকে আসে!
কোথাও তুমি নেই তবুও
তোমারই কেশপাশে
রাত্রি-ঝ’রে-পড়ার আকাশ কালো;
আঁধার আকাশ আলো
ক’রে সে-মুখ বনজুঁয়ের বৃষ্টি জ্বালালো
মউমাছিদের রৌদ্রে বাতাসে।
এই আলো কি কালের দেয়াল-বিজয়িনী পাখি?
তোমারই চোখ প্রেমের ক্ষমতা কি!
তবু সিন্ধুর দুই তীরে দু’জন একাকী,-
অঙ্গে কেঁদে উঠে দূরের অঙ্গ ভালোবাসে।

রচনাকাল: ১৯৪৭-৪৮ (?)
শারদীয় আজকলি: ১৪০৬