আবার এসেছে দিন

আবার এসেছে দিন? আবার এলো কি রাত্রি?- ফুটপাথে মেসে কারাগারে
কিম্বা দূর সমুদ্রের এলাচিফুলের গন্ধে দক্ষিণের দারুচিনি দ্বীপে
দিন যায়- রাত্রি আসে- নক্ষত্রেরা পথ চলে;- পৃথিবীর কিনারে-কিনারে
যেই আলো জ্বেলেছিল এক দিন জীবন প্রথম; আজও তার অঢেল প্রদীপে
সূতিকাঘরের শিশু পৃথিবীরে চিনে লয়, সদ্য-মরা জানায় বিদায়
পৃথিবীরে;- জীবন কী একঘেয়ে ভয়াবহ ক্ষমাহীন!- কী-বা আসে-যায়?

চেয়ে দেখ ফুটপাথে ইঁদুরের ছেঁড়া রোম ঘাড় পিঠ রক্তে একাকার
এক ফোঁটা জল চায়- প্রাণ চায়- নীল আকাশের দিকে চোখের আবেগ
চেয়ে থাকে; নীল আকাশের থেকে কাক শুধু উড়ে আসে কালো পাখনার
রৌদ্র শুধু ঝলসায়; হাজার-হাজার ট্রাম বাস লরি- কোনও স্নিগ্ধ মেঘ
কারু প্রাণে নেই যেন; কালো পাখনার কাক, মুখ তুলে তুমিই বলো তো
এক দিন তুমি আমি ফুটপাথে প’ড়ে রব না কি এই ইঁদুরের মতো?

আমরা এসেছি যারা ভ্রূণের আঁঁধার থেকে পৃথিবীর পথে মাঠে নেমে
আবার এলো কি রাত্রি? আবার হলো কি বেলা? থেকে-থেকে আমরা শুধাই
কোনও স্নিগ্ধ ঘন তৃণ-মাখা মাঠে নরম নদীর পারে যেতে চাই থেমে
চিতল মৃগীর মতো কালো চোখ- ভালোবাসা- দুইখানা নগ্ন হাত চাই
ধূসর বিকেলবেলা নরম নদীর পারে; ইঁদুরও চেয়েছে এই সব
কাক তবু ছিঁড়ে তারে খেয়ে গেল, লরি বাস ক’রে গেল রূঢ় কলরব!