আলোসাগরের গান

মানুষের ঘনবসতির ঢেউ নিরুত্তেজ রোদের ভিতরে
ছড়ায়ে রয়েছে প্রাচী, অবাচীর, উদীচীর দিকে।
তাদের ওপারে সূর্য উনিশ’শ বেয়াল্লিশ সালে
আজ এই বিকেলের আলোর নিরিখে

চুপে-চুপে ডুবে যায়।- উত্তরার ভ্রূণ নষ্ট হ’লে,
বুদ্ধের মৃত্যুর পরে কোনও এক দিন,-
লেনিনের লুপ্তি হ’লে- এ-রকম ডুবে যেতেছিল।
বাংলার সাগরের আলাপ উড্ডীন

কয়েকটি হরিয়াল পথ খুঁজে পশ্চিমের পানে
কমলালেবুর মতো রঙীয়ান মেঘে
ডুবে গেলে মানুষের আজকের চিন্তার উদ্যম
‘অল ক্লিয়ার’- এর মতো অস্পষ্ট আবেগে

তিমির রাত্রির ক্রেংকার।
বাংলার হরিয়াল! পশ্চিমের জাফরান মেঘ!
আমরা মানুষ,- আজও,- জীবিত ও মৃত- সাগরের,
আলোয় ভুলেছি ডোডোপাখিদের বিলীন বিবেক।