আমার দেহের ছায়া

আমার দেহের ছায়া ঘাসের উপর থেকে কোনও দিন যেন
ঢের মর্মান্তিক দূরে যায় না ক’- অথবা গেলেও
ঘাসের সদর্থ গুণে সে কখনও জীবনের থেকে
দূর নয়- অথবা আমার গতি যেন সারা-দিন হেয় বালুর ঘড়ির
শুষ্ক প্রতীতির থেকে সময়কে আহরণ ক’রে
চোখের সম্মুখে স্থির তিতিরকে অশ্বত্থের পাতা
তবুও বিবর্ণ পাতা মনে ক’রে চ’লে যেতে পারে।